বরিশাল বিভাগের প্রাথমিক স্কুলের শ্রেষ্ঠ সভাপতি কামাল হোসেন

বরিশাল বিভাগের প্রাথমিক স্কুলের শ্রেষ্ঠ সভাপতি কামাল হোসেনজাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ পেয়েছেন ভোলার সন্তান কামাল হোসেন। তিনি বাংলাবাজার ফাতেমা খানম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং দক্ষিণ দিঘলদী ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।

সেপ্টেম্বর 16, 2022 - 16:24
 0  14597
বরিশাল বিভাগের প্রাথমিক স্কুলের শ্রেষ্ঠ সভাপতি কামাল হোসেন
বরিশাল বিভাগের প্রাথমিক স্কুলের শ্রেষ্ঠ সভাপতি কামাল হোসেন

গত ২৫ অক্টোবর এ পদকে তিনি ভূষিত হন।এর আগে তিনি ভোলা জেলায় তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি বিগত ২০১৭ইং সালের প্রথম দিকে এই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব নিয়ে বিদ্যালয় এবং শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন। এছাড়াও তিনি শিক্ষা, সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক অবদান রেখে চলছেন। তিনি মাদক থেকে ছাত্র-ছাত্রীদের দূরে রাখার জন্য ভোলার বিভিন্ন স্কুলে খেলা-ধুলার সামগ্রী বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। এছাড়াও তিনি করোনাকালিন সময়ে তিনি শিক্ষাক, শিক্ষার্থীদের খোজ-খবর নিয়েছেন।

এদিকে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত বাংলাবাজার ফাতেমা খানম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও ব্যাবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ। তিনি দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের সাহজল হক মিয়া ও রহিমা বেগমের সন্তান। তিনি কামিল (এমএ) ডিগ্রী অর্জন করেন। রাজনৈতিক জীবনে তিনি দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ছিলেন। বর্তমানে দক্ষিণ দিঘলদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

উল্লেখ্য, ইতোপূর্বে কামাল হোসেন ২০১৭ এবং ২০১৯ ইং সালে পর পর দুইবার বরিশাল বিভাগে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

like

dislike

love

funny

angry

sad

wow

admin সংবাদ ৭ বিডি ডট কম হল একটি অনলাইন নিউজপেপার ওয়েবসাইট।যা সবসময় সদা সত্য খবর প্রকাশ করে থাকে।আপনার আশে পাশে ঘটে যাওয়া যেকোনো অপরাধমূলক বিষয় আমাদের ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করতে,ঐ সকল বিষয় আমাদেরকে ইমেইল করুন।যেকোনো সময় সঠিক খবর পেতে চোখ রাখুন সংবাদ ৭১ বিডি ডট কম এর ওয়েবসাইটে।