ভোলায় পৃথক দুর্ঘটনায় দু'জনের মৃত্যু; অজ্ঞাত লাশ উদ্ধার

ভোলায় পৃথক দুর্ঘটনায় দু'জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও দৌলতখান উপজেলা মেঘনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানু 16, 2022 - 17:29
 0  147860
ভোলায় পৃথক দুর্ঘটনায় দু'জনের মৃত্যু; অজ্ঞাত লাশ উদ্ধার
ভোলায় পৃথক দুর্ঘটনায় দু'জনের মৃত্যু; অজ্ঞাত লাশ উদ্ধার

ভোলা সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য মো. মামুন এসব তথ্য নিশ্চিত করেন।পৃথক দুর্ঘটনার মধ্যে একজন পানিতে ডুবে ও আরেকজন বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা গেছে।

ভোলা সদর উপজেলা উত্তর দিঘলদী ইউনিয়ন চর কুমারীয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে তামান্না আক্তার নামে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তামান্না ওই গ্রামের রাজমিস্ত্রী মো. সোহেলের মেয়ে।

অন্যদিকে জেলার দৌলতখান উপজেলা চর পাতা ইউনিয়ন চর লামছি পাতা গ্রামে আমড়া গাছ থেকে আমড়া পাড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মো. শরিফুল ইসলাম (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শরিফ ওই গ্রামের মো. জসীমউদ্দিনের ছেলে।

এছাড়াও দৌলতখান উপজেলা মেঘনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে দৌলতখান থানা পুলিশ। এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি।পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির ও দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন উভয় ঘটনাগুলোর তথ্য নিশ্চিত করেন।

like

dislike

love

funny

angry

sad

wow

admin সংবাদ ৭ বিডি ডট কম হল একটি অনলাইন নিউজপেপার ওয়েবসাইট।যা সবসময় সদা সত্য খবর প্রকাশ করে থাকে।আপনার আশে পাশে ঘটে যাওয়া যেকোনো অপরাধমূলক বিষয় আমাদের ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করতে,ঐ সকল বিষয় আমাদেরকে ইমেইল করুন।যেকোনো সময় সঠিক খবর পেতে চোখ রাখুন সংবাদ ৭১ বিডি ডট কম এর ওয়েবসাইটে।