ভোলার ২১ জেলে বঙ্গোপসাগরে নিখোঁজ

ইব্রাহিম আকতার আকাশ,ভোলা: বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া ভোলার চরফ্যাশন উপজেলার খান মৎস্য ভান্ডার-৩ নামে একটি ট্রলার ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারে ২১ জন জেলে ছিল। তাদের মধ্যে দৌলতখান উপজেলার ১৬ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়াও দুই জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে ভারতীয় কোষ্টগার্ড। এ তথ্য উদ্ধার হওয়াদের আত্মীয়স্বজন নিশ্চিত করেন।

নভেম্বর 16, 2022 - 17:41
 0  144799
ভোলার ২১ জেলে বঙ্গোপসাগরে নিখোঁজ
ভোলার ২১ জেলে বঙ্গোপসাগরে নিখোঁজ

গত ২১ অক্টোবর শুক্রবার রাতে ভোলার চরফ্যাশন সামরাজ মাছঘাট থেকে ট্রলারটি মাছ ধরার উদ্দেশে ছেড়ে যায়। ২৪ অক্টোবর রাতে জিপিএসের মাধ্যমে লোকেশন দেখা যায় ট্রলারটি পাথরঘাটায়। সেখান থেকে দক্ষিণ দিকে ছেড়ে যায়। এরপর থেকে কোনো হদিস পাওয়া যায়নি ট্রলারে থাকা কারোই। এনিয়ে ট্রলার মালিক নাছির খানের কোনো তৎপরতা নেই বলে অভিযোগ নিখোঁজের পরিবারদের।

স্থানীয় সূত্রে জানা যায়, সারাদেশে ইলিশ প্রজন্ম ধরার ওপরে ২২ দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার। সাগর ও নদীতে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু এ নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার চরফ্যাশন সামরাজ মাছঘাট ও বিভিন্ন পয়েন্ট থেকে শতাধিক ট্রলার বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য যায়। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়লে ট্রলারটি ডুবে যায়। তারপর থেকে তাঁদের কারো খোঁজ পাওয়া যায়নি।

গত ২৮ অক্টোবর ভারতে উদ্ধার হওয়া মিরাজ মুঠোফোনের মাধ্যমে তাঁর মাকে জানায়, "আমি ও নজির ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছি। ঝড়ের কবলে পরে, আমাদের বোট মাঝখান দিয়ে ফেটে ডুবে যায়। এখানে কিভাবে আসছি তাও জানিনা। তবে বাকিদেরকে অন্য বোটে উঠাতে দেখছি। এখান থেকে আমাদেরকে উদ্ধার করেন"।

ফিরোজের ছেলে আরিফ বলেন, "আব্বার সাথে শুক্রবার রাত ১২টার সময় কথা হয়েছে। তখন আব্বা বলে, সাগরের উদ্দেশে কিছুক্ষণ পর ছেড়ে যাইবো। তারপর থেকে আব্বার সাথে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি"।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, এই পর্যন্ত দৌলতখান থানায় ফিরোজসহ ১৫ জনের নামে জিডি (সাধারণ ডায়েরি) করা হয়েছে। এদের মধ্যে চরপাতা ইউনিয়নের ৮ জন, চরখলিফা ইউনিয়নের ৪ জন, পৌর সভার ২ জন, ভবানীপুর ইউনিয়নের ১ জন ও সৈয়দপুর ইউনিয়নের ১ জন রয়েছে। আমরা বিষয়টি কোষ্টগার্ডকে অবগত করব।

এবিষয়ে চরফ্যাশনের সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মারুফ হোসেন মিনার জানান, তিনি এবিষয়ে কিছুই জানেন না।

like

dislike

love

funny

angry

sad

wow

admin সংবাদ ৭ বিডি ডট কম হল একটি অনলাইন নিউজপেপার ওয়েবসাইট।যা সবসময় সদা সত্য খবর প্রকাশ করে থাকে।আপনার আশে পাশে ঘটে যাওয়া যেকোনো অপরাধমূলক বিষয় আমাদের ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করতে,ঐ সকল বিষয় আমাদেরকে ইমেইল করুন।যেকোনো সময় সঠিক খবর পেতে চোখ রাখুন সংবাদ ৭১ বিডি ডট কম এর ওয়েবসাইটে।