ভোলার প্রবীণ সাংবাদিক এম এ তাহের-কে সম্মাননা দিলো দৈনিক দেশবাংলা পত্রিকা

যিনি কয়েক যুগ ধরে মানুষের কথা লিখেছেন, মানুষের সাক্ষাৎকার প্রকাশ করেছেন এবার সেই প্রবীণ সাংবাদিক আলহাজ্ব আবু তাহের মিয়ার সাক্ষাৎকার প্রকাশ করে সম্মাননা দিলেন দৈনিক দেশবাংলা।

আগস্ট 16, 2022 - 15:16
 0  8968
ভোলার প্রবীণ সাংবাদিক এম এ তাহের-কে সম্মাননা দিলো দৈনিক দেশবাংলা পত্রিকা
ভোলার প্রবীণ সাংবাদিক এম এ তাহের-কে সম্মাননা দিলো দৈনিক দেশবাংলা পত্রিকা

গত ৬ নভেম্বর দৈনিক দেশবাংলা পত্রিকায় ভোলার প্রথম সাংবাদিক আলহাজ্ব আবু তাহের মিয়া কে নিয়ে “একটি নিউজ পেলে ঈদের মত খুশি হইতাম আমরা” এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই সংবাদ প্রশংসনীয় হয়েছে ভোলায়। একজন প্রবীণ সাংবাদিক নিয়ে বাস্তবমুখী প্রতিবেদন তুলে ধরায় দেশবাংলার সম্পাদকসহ সংশ্লিষ্ট পত্রিকার সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে প্রবীণ সাংবাদিক আলহাজ্ব আবু তাহের মিয়াসহ ভোলার পাঠকরা।

সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় আলহাজ্ব আবু তাহের মিয়ার ভোলা খালপাড় রোড বাসায় ফুল ও পত্রিকার নিউজের সম্মাননা স্মারক নিয়ে দৈনিক দেশবাংলার ভোলা প্রতিনিধি ইয়ামিন হোসেন তার হাতে তুলে দিয়েছেন। যিনি সারাজীবন মানুষের সাক্ষাৎকার তুলে ধরেছেন। অন্যদিকে এই প্রথম দেশবাংলা পত্রিকা তাকে এই সম্মানিত করায় আবেগাআপ্লুত হয়ে যান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ভোলার সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন, ভোলার বাণীর ব্যবস্থাপনা সম্পাদক ইমরান হোসেন, বিশেষ প্রতিনিধি শাহীন কাদের, ভোলা টাইমস’র রিপোর্টার ইকবাল হোসেন রাজু, আশিকুর রহমান শান্তু, আমির হামজা, হাসনাইন, ভোলা পোষ্টের সত্ত্বাধিকারী সোহেল রানা প্রমুখ।

like

dislike

love

funny

angry

sad

wow

admin সংবাদ ৭ বিডি ডট কম হল একটি অনলাইন নিউজপেপার ওয়েবসাইট।যা সবসময় সদা সত্য খবর প্রকাশ করে থাকে।আপনার আশে পাশে ঘটে যাওয়া যেকোনো অপরাধমূলক বিষয় আমাদের ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করতে,ঐ সকল বিষয় আমাদেরকে ইমেইল করুন।যেকোনো সময় সঠিক খবর পেতে চোখ রাখুন সংবাদ ৭১ বিডি ডট কম এর ওয়েবসাইটে।