চরফ্যাশনে ওবায়দুল কাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম

ভোলার চরফ্যাশন উপজেলায় মো. ইদ্রিস মাঝি (৪৫) নামে এক যুবদল নেতাকে হত্যার উদ্দেশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে ছাত্রলীগ ও শ্রমিকলীগের কয়েকজন নেতাকর্মী।

সেপ্টেম্বর 16, 2022 - 16:15
 0  478955
চরফ্যাশনে ওবায়দুল কাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম
চরফ্যাশনে ওবায়দুল কাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম

গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা (শেবাচিম) মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এসময় তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।বুধবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চর মাদ্রাজ ইউনিয়ন চর আফজার গ্রামের খাস পুকুর পাড় চৌমাথা এলাকায় এ ঘটনা ঘটে।আহত ইদ্রিস উপজেলা চর মাদ্রাজ ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের চর আফজাল গ্রামের মৃত ওয়াজউদ্দিন মাঝির ছেলে। তিনি ওই ওয়ার্ডের যুবদলের সিনিয়র সহ-সভাপতি এবং পেশায় একজন মুদি ব্যবসায়ি।

ইদ্রিস মাঝির স্বজনরা জানান, গতকাল মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে চর মাদ্রাজ ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাকিব মোল্লার সঙ্গে বিএনপি-আ’লীগ নিয়ে একই এলাকার ঔষধ ব্যবসায়ি মো. বিল্লাল ও ইদ্রিস মাঝির সঙ্গে কথা কাটাকাাটি হয়। বিল্লাল ওই ইউনিয়নের যুবদলকর্মী।

এ ঘটনাকে কেন্দ্র করে রাকিব মোল্লা বেল্লাল ও ইদ্রিস মাঝিকে মারতে উদ্বৃত্ত হোন। পরে এলাকাবাসীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা রাকিব মোল্লাকে ঘটনাস্থল থেকে চলে যেতে অনুরোধ করেন। এর কিছুক্ষণ পর রাকিব চরফ্যাশন উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য আবদুর রহমান সর্দারকে নিয়ে পুনরায় ঘটনাস্থলে যান। এরপর বেল্লাল ও ইদ্রিস মাঝিকে হুমকি-ধামকি দিয়ে বুধবার থেকে দোকান খুলতে নিষেধ করেন আবদুর রহমান।

কিন্তু তাঁরা আবদুল রহমানের নিষেধ অমান্য করে আজ বুধবার (২ নভেম্বর) সকালে তারা দু'জন দোকান খুলে বেচাকেনা শুরু করলে হঠাৎ সকাল ১০টার দিকে আব্দুর রহমান সর্দারের নেতৃত্বে তাঁর ছেলে ফিরোজ ও রাকিব মোল্লাসহ ৮-১০ জন ছাত্রলীগ ও শ্রমিকলীগ নেতাকর্মী বেল্লাল ও ইদ্রিস মাঝির দোকানে গিয়ে হামলা চালিয়ে ইদ্রিস মাঝিকে হত্যার উদ্দেশে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। এবং তাঁর দোকান ভাংচুর ও লুটপাট করে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়। তাদের উপস্থিতি টের পেয়ে দোকানের পিছনের দরজা খুলে বেড়িয়ে পালিয়ে যান বিল্লাল হোসেন।

পরে স্থানীয়রা ইদ্রিসকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।বিল্লাল হোসেন জানান, গতকাল মঙ্গলবার রাতে তিনি ও ইদ্রিস আসছে ৫ নভেম্বর বরিশালে বিএনপির সমাবেশে যোগদান দেয়ার কথা বলছিলেন। এসময় রাকিব সেখানে উপস্থিত হয় এবং তিনি তাদের বরিশালের সমাবেশে যাওয়ার কথা শুনতে পান। তখন রাকিব তাদেরকে বরিশালের সমাবেশে যেতে নিষেধ করেন এবং বিএনপি নিয়ে যাতে আর কোনো কথা না বলে সেজন্য তাদের দু'জনকে শাষণ করেন। তখন তাঁরা দু'জন রাকিবের কথার প্রতিবাদ করেন। এ নিয়ে রাকিব এবং আবদুর রহমান সর্দারের ছেলে ফিরোজসহ ৮-১০ জন ছাত্রলীগ ও শ্রমিকলীগ নেতাকর্মী নিয়ে তাদের দু'জনকে হত্যার উদ্দেশে বুধবার সকালে হামলা করেন। দোকানের পিছনের দরজা খুলে পালিয়ে যান তিনি। তিনি এখনো পালিয়ে বেড়াচ্ছেন।

এ ঘটনায় অভিযুক্ত আবদুর রহমান হামলার ঘটনা শিকার করে বলেন, ইদ্রিস ও বিল্লাল প্রায়ই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতেন। মঙ্গলবার রাতে "খেলা হবে" ওবায়দুল কাদেরের এমন কথা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন তাঁরা। যাঁর কারনে তাঁর নির্দেশে রাকিবসহ ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে কুপিয়েছে।

তিনি আরো বলেন, আমি ছাত্রলীগ নিয়ন্ত্রণ করি। সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপির লোকজন কেন ছাত্রলীগের সঙ্গে তর্কাতর্কি করবে। ইদ্রিস বেশি বাড়াবাড়ি করায় তাকে কোপানো হয়েছে। আবদুর রহমান সর্দারের এমন বক্তব্য এ প্রতিবেদকের মুঠোফোনে রেকর্ড করা রয়েছে।

তবে এ ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা রাকিব মোল্লার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ব্যস্ত থাকার অজুহাতে মুঠোফোনের কল কেটে দেন। এরপর তাকে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

এ ঘটনায় চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরাদ হোসেন বলেন, লোকমুখে তিনি ঘটনাটি শুনেছেন। তবে এ ঘটনায় চরফ্যাশন থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। যাঁর কারনে কাউকে এ ঘটনায় গ্রেফতার করা হয়নি।

like

dislike

love

funny

angry

sad

wow

admin সংবাদ ৭ বিডি ডট কম হল একটি অনলাইন নিউজপেপার ওয়েবসাইট।যা সবসময় সদা সত্য খবর প্রকাশ করে থাকে।আপনার আশে পাশে ঘটে যাওয়া যেকোনো অপরাধমূলক বিষয় আমাদের ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করতে,ঐ সকল বিষয় আমাদেরকে ইমেইল করুন।যেকোনো সময় সঠিক খবর পেতে চোখ রাখুন সংবাদ ৭১ বিডি ডট কম এর ওয়েবসাইটে।